অপারেশন ডেভিল হান্ট

গাইবান্ধায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সাঈদ হোসেন জসিম ও মোস্তাক আহম্মেদ রঞ্জু
গ্রেপ্তার মো. সাঈদ হোসেন জসিম ও মোস্তাক আহম্মেদ রঞ্জু  © সংগৃহীত

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম (৪০) ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজার এলাকায় রঞ্জুর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

খান মো. সাঈদ হোসেন জসিম পেশায় একজন ঠিকাদার ও গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে মোস্তাক আহম্মেদ রঞ্জু জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ২০২০ সালের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার অনুপ্রেরণায় অর্থনীতি নিয়ে পড়তে চান ঢাবিতে চান্স পাওয়া মাহজাবিন

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস রহমান জানান, গোপন সূত্রের ভিত্তিতে রঞ্জুর বাসায় অভিযান চালানো হয়। সেখানে সাঈদ হোসেন জসিমও উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আরও কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তারের পর খান মো. সাঈদ হোসেন জসিম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেপ্তার হলাম। সবার দোয়া চাই।’


সর্বশেষ সংবাদ