সংস্কার ও বিচার নিশ্চিত না করে নির্বাচন চায় না জামায়াত: দেলাওয়ার হোসেন

দেলোয়ার হোসেন
দেলোয়ার হোসেন  © টিডিসি ফটো

প্রয়োজনীয় সংস্কার ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন মেনে নেবে না জামায়াত— এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন।

ঈদ পরবর্তী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ (২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে। তাদের বিচার নিশ্চিত না করে এবং কার্যকর সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

দেলাওয়ার হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার ও দোষীদের বিচারকার্য শুরু করতে হবে। তা না হলে দেশের জনগণ কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা সদস্য মওলানা সোলায়মান হোসেন, ঠাকুরগাঁও সদর আমীর মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও শহর সেক্রেটারি মো. আব্দুল হালিমসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence