ইতিকাফ শেষে শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমির

  © সংগৃহীত

১০ দিনের ইতিকাফ আদায় শেষ করে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উঠার পর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ মীর মুগ্ধের বাসায় পরিবারের সঙ্গে দেখা করেছেন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ইতিকাফ শেষে তিনি মুগ্ধের বাসায় যান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

এ সময় জামায়াত আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

এর আগে তিনি জামায়াতের সাবেক নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সঙ্গে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই নেতার স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হক ও স্থানীয় জামায়াত নেতারা।

আমিরে জামায়াতের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শহীদ পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।


সর্বশেষ সংবাদ