নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে: রিজভী

তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ
তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ  © সংগৃহীত

নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ-একেক সময় একেকটা কথা, এখানে তো শেখ হাসিনার কিছু কথাবার্তার সঙ্গে মিল পাওয়া যায়। কেন এটা হবে?’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পোশাক শ্রমিকদের বেতন না পাওয়া নিয়ে ক্ষোভ জানিয়ে রিজভী বলেন, ‘এখনো ১২২টা গার্মেন্টসের শ্রমিকেরা কেন বেতন পায় না— এটা একটা বড় প্রশ্ন। অর্ধশত গার্মেন্টস শ্রমিকেরা বোনাস পায়নি কেন। সরকার হচ্ছে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি লিয়াজোঁ অফিসারের ভূমিকা পালন করেন। এই বিষয়গুলোর দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। একজন শ্রমিক যদি না খেয়ে থাকে, ঈদের আগে সে যদি বেতন না পায়, তাহলে শ্রমিকদের পরিবার তাহলে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। এটা সরকারের দেখা উচিত ছিল।’

এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ ফিরে পাওয়ার মধ্য দিয়ে ঢাকা দক্ষিণের ‘জনতার মেয়র’ জনগণের কাতারে ফিরে এসেছেন বলে মনে করেন রিজভী। তিনি বলেন, ‘যখন নির্বাচনের দিন নির্বাচনী কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদের, ধানের শিষের নির্বাচনী এজেন্টদের ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী প্রচারণার সময়ে বারবার আক্রমণ করা হচ্ছে এবং আমি নিজেও সেই আক্রমণের শিকার হয়েছিলাম, রক্তাক্ত করা হয়েছিল আমাকে। সেই অবৈধ নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে সেই সময় মামলা করেছিলেন। সেই মামলার ফলাফল এত দিন পরে পেয়েছেন। এই রায় অত্যন্ত ন্যায়সংগত, সুবিচার পেয়েছেন। এই সুবিচারের মধ্য দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছেন।’

এ সময় ইশরাক হোসেন বলেন, ‘আমি দীর্ঘ প্রায় ৫ বছর আইনি লড়াই করার পর আদালতের এই রায় পেয়েছি। এখন দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা নেব।’

তিনি বলেন, ‘মামলাটি ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটাকে বাধাগ্রস্ত করে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস (ফজলে নূর তাপস) তিনি এই মামলা বাতিলের জন্য আদালতের ওপর চাপ দেন এবং মামলা বাতিল করার জন্য হাইকোর্টে আবেদন করে মামলার শুনানি বন্ধ করে রাখেন। পরবর্তীতে ৫ আগস্টের পর আদালত শুনানি করে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আমি রায় পাই।’

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ ও জাতীয়তাবাদী রিকশা, ভ্যান অটো চালক দলের প্রধান আরিফুর রহমান তুষার প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence