ব্যাটারি চালিত ভ্যানে ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় আখতার হোসেন

ব্যাটারি চালিত ভ্যানে ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় আখতার হোসেন
ব্যাটারি চালিত ভ্যানে ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় আখতার হোসেন  © সংগৃহীত

শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ এলাকায় ‘শোডাউন’ দিয়ে সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এবার সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন নিজ এলাকায় গিয়ে ‘শোডাউন’ দিলেন ব্যাটারি চালিত ভ্যানের বহর নিয়ে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ব্যাটারি চালিত অর্ধশতাধিক ভ্যানের বহর রংপুরের পীরগঞ্জ যান তিনি। এসময় তার সঙ্গে থাকা কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে পীরগঞ্জ যাওয়ার পথে নগরের মাহীগঞ্জ এলাকায় সাংবাদিকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলটির প্রস্তুতি নিয়ে আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকেরা সারা দেশে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। তারা মানুষের দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তারা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সেগুলো পূরণ করতে পারবে।

এনসিপির সদস্যসচিব বলেন, আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আছে।

তিনি বলেন, এই ফ্যাসিবাদী, এই একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চান না।


সর্বশেষ সংবাদ