সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  © সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্ক সৃষ্টি না করাই উত্তম। সেনাপ্রধান তার দায়িত্বে আছেন এবং সেখানেই থাকবেন। তবে কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে, যা মোটেও যথার্থ নয়। ৫ ও ৬ আগস্ট তিনি দেশের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা জাতির জন্য শুভ হবে না।

শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা রয়েছি, আমাদের সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে। রাজনৈতিক আলোচনার জায়গা রাজনৈতিক দলের মধ্যেই থাকা উচিত, ব্যক্তিগত পর্যায়ে যাওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর ধরে নির্যাতন সহ্য করেছি, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অথচ এখন সেই ভোট নিয়েই চক্রান্ত চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের সংগ্রামের লক্ষ্য হলো দেশকে রক্ষা করা ও একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে পৌঁছাতে হলে গণতন্ত্রের শক্ত ভিত দরকার।

বিএনপি নেতা অভিযোগ করেন, গণতন্ত্র ধ্বংসের জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ পরিচালনা করবে—এটাই স্বাভাবিক। বিএনপি জনগণের দল হিসেবে সেই প্রত্যাশা করতেই পারে। কিন্তু কিছু লোক এটি সহ্য করতে পারছে না। যারা এতদিন অপকৌশলে লিপ্ত ছিল, তারা পালিয়ে গেলেও তাদের অনুগতরা এখনো সক্রিয়। বিএনপিকে ঠেকাতে এবং গণতন্ত্রকে দুর্বল করতে তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান। সঞ্চালনা করেন সদস্যসচিব মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন।


সর্বশেষ সংবাদ