আওয়ামী লীগ দেশীয় শক্তি নয়, বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড: মাহফুজ আলম

মাহফুজ আলম
মাহফুজ আলম  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আওয়ামি লীগ কোন দেশীয় শক্তি নয়। এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি। এটার নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর ঘুড়ি উড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।’

শুক্রবার (২১ মার্চ) নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। ৭২ ও ৭৫-এ দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়।

অভ্যুত্থানের পর অন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ