আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: উপদেষ্টা আসিফ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া  © ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্য করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক। আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক
হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামীলীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’

এর আগে গতকাল রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর।

পোস্টে তিনি লিখেন, ১১ই মার্চ, সময় দুপুর ২.৩০টা। ক্যান্টনমেন্ট বসে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়, সেই মিটিংয়ে অংশ নিয়ে শেষ না করেই চলে আসতে হয়েছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের বলে দাবি এই নেতার।

তিনি বলেন, ১১ মার্চ, সময় দুপুর ২.৩০টা। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরি, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।

পোস্টে তিনি আরো বলেন, আমাদেরকে আরও বলা হয়-রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। 


সর্বশেষ সংবাদ