ছাত্ররাজনীতির ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করছে ছাত্রদল: এ্যানি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৬:৫২ PM

ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যাম্পাসে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এই মুহূর্তে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ফিরিয়ে আনতে ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে।
আজ শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধকালে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, এখন পর্যন্ত ছাত্ররাজনীতিতে ভাবমূর্তি ধরে রেখেছে ছাত্রদল। কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে হেলমেট বাহিনী তথা ছাত্রলীগ। তারা ক্যাম্পাস দখল করেছিল। শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাসী স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তাদের কর্মকাণ্ড ছিল ব্যবসায়ীদের ডেকে এনে মুক্তিপণ আদায় করা। ৫ আগস্টের আগে ছাত্রলীগের নির্যাতনে ক্যাম্পাসের সুষ্ঠু ধারার রাজনীতি পরিবেশ ছিল না। তখন একপ্রকার জিম্মি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু ৫ আগস্টের পর সেই পরিবেশ নেই।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, সব ক্যাম্পাসে নিয়মিত ছাত্রত্ব রয়েছে এমন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি করার উদ্যোগ নিয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
তিনি বলেন, যারা নিয়মিত ছাত্র তারাই ছাত্ররাজনীতি করবে। এই মূলমন্ত্রকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই ধারণাকে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে।
হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৬টি বুথের মাধ্যমে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী ১৮ মার্চ টিএসসিতে দু’দলের ২০ জনকে পুরস্কৃত করা হবে।