৬০০ ছাত্রীকে ইফতার করালো জবি ছাত্রশিবির
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৬:০১ PM

রমজানের পবিত্রতা ও সম্প্রীতির আবহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে হলের প্রধান ফটকের সামনে এ ইফতারের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ইফতার গ্রহণ করেন, যা পুরো কার্যক্রমকে সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করেছে বলে জানায় আয়োজকরা।
হলের শিক্ষার্থী সুমনা সুমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এমন একটি মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এত শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
হলের আরেক শিক্ষার্থী লতা আক্তার বলেন, ‘রমজানের মতো পবিত্র সময়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়ায়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’
আরো পড়ুন: আট মাস বেতন বন্ধ দেড় শতাধিক শিক্ষকের
জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য প্রতিটি অনুষদের অধীনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে ছাত্রীদের জন্য বিশেষ কোনো ইফতার আয়োজন না থাকায় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ছাত্রশিবির।’
তিনি বলেন, ‘আমরা চাই সবাই একসঙ্গে ইফতারের আনন্দ উপভোগ করুক। তাই আমাদের ইফতার আয়োজন বোনদের সঙ্গেও ভাগাভাগি করেছি।’