নেতানিয়াহুর সঙ্গে ড. ইউনূসের করমর্দনের ছবিটি এডিটেড

  © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দ্বারা অব্যাহত হামলা ও গণহত্যায় গতকাল রবিবার একদিনে প্রায় ৫০ জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজ সোমবার (৭ এপ্রিল) দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনকারী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন এমন দাবিতে ছবিটি ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বাঁ পাশে ড. মুহাম্মদ ইউনূস এবং ডান পাশে বেনিয়ামিন নেতানিয়াহু দাঁড়িয়ে করমর্দন করছেন, পেছনে আরেক ব্যক্তি কারো সঙ্গে কথা বলছেন। ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, এবং গ্রুপে প্রায় একভাবেই শেয়ার করা হয়েছে।

তবে, ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা যায় যে, এটি মূলত ২০২৩ সালের ১৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি। প্রতিবেদনে, ড. মুহাম্মদ ইউনূসের পর্তুগালের পোর্তো নগরীতে ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড সোসাইটি ফোরাম’-এ দেশটির প্রেসিডেন্ট মারসোলো রেবেলো ডি সুজার সঙ্গে বৈঠকের একটি ছবি প্রকাশিত হয়েছিল। ছবির দৃশ্য ও ইউনূসের অবস্থান সঙ্গতিপূর্ণ, কিন্তু সেখানে বেনিয়ামিন নেতানিয়াহু নেই।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি মূলত এডিটেড। পর্তুগালের প্রেসিডেন্টের মুখমণ্ডল পরিবর্তন করে সেখানে নেতানিয়াহুর মুখ বসিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছিল। তবে, রিউমর স্ক্যানার নামে একটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হাইয়াতের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছিল, এটি মিথ্যা। এছাড়া, ইউনূস সেন্টারও এ দাবি মিথ্যা বলে নিশ্চিত করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence