শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হয়েছে কি?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ১১:৩৩ AM

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। এদিকে ইন্দো-প্যাসেফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে অন্যান্য দেশের পাশাপাশি গত ১৬ মার্চ ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড।
এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড ও আমাদের মমতাময়ী অভিভাবক বাংলাদেশের বৈধ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন দুটি ছবি কর্তন-প্রতিস্থাপন করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স অ্যাকাউন্টে গত ১৭ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের দ্বিতীয় ছবিটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির আংশিক মিল খুঁজে পাওয়া গেছে।
একই বিষয়ে ভারতীয় গণমাধ্যম The New Indian Express-এর ওয়েবসাইটে গত ১৭ মার্চ ‘PM Modi meets Tulsi Gabbard; advancing strategic ties discussed’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি সেদিন ভারত সফরকালে তুলসী গ্যাবার্ড ও নরেন্দ্র মোদির বৈঠকে ধারণ করা হয়।
উক্ত ছবি ও আলোচিত ছবি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবি দুটিতে দুই দেশের পতাকা, আসবাবপত্র ও তুলসী গ্যাবার্ডের অবস্থানের মধ্যে মিল থাকলেও প্রচারিত ছবিতে নরেন্দ্র মোদির স্থলে শেখ হাসিনা রয়েছেন।
পরবর্তীতে শেখ হাসিনার ছবিটির বিষয়ে অনুসন্ধানে একটি দৈনিকের ওয়েবসাইটে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ‘বাংলাদেশ-ভারতের মধ্যে ৩ সমঝোতা স্মারক সই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে শেখ হাসিনার অবস্থানের সঙ্গে প্রচারিত ছবিতে শেখ হাসিনার অবস্থানের মিল রয়েছে।
উপরোক্ত তথ্যাবলি থেকে বলা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ২০২৩ সালে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকের ছবি থেকে শেখ হাসিনার অংশটি কর্তন করে তা গত ১৭ মার্চ তুলসী গ্যাবার্ড ও নরেন্দ্র মোদির বৈঠকে ধারণকৃত ছবিতে নরেন্দ্র মোদির স্থলে প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।