মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ

মো. ফসিউল্লাহ
মো. ফসিউল্লাহ  © ফাইল ফটো

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এমএফআই ও এমআরএ অধিশাখা) উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ এর ধারা ১০ অনুযায়ী অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সরকারের সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১ প্রাপ্ত) মো. ফসিউল্লাহকে অভোগকৃত পিআরএল বাতিলপূর্বক যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিযোগ দেয়া হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর চাকরির বয়স শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহকে অবসর-উত্তর ছুটিতে পাঠায় সরকার।


সর্বশেষ সংবাদ