সেদিন কি অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য নিহত হয়েছিলেন?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা ছবি  © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের ৫ আগস্ট। সেদিন সারা দেশে বেশ কয়েকটি থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট, পুলিশ সদস্যদের হত্যা করা এবং আগুন দেওয়া হয়। এসব ঘটনায় দেশি-বিদেশি গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য ও কয়েকজন মারমুখী পুরুষের একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি গত বছরের আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অন্তঃসত্ত্বা নারী কনস্টেবলের, যাকে আন্দোলনকারীরা হত্যা করেছেন।

এ ছাড়া সুনির্দিষ্টভাবে থানার নাম উল্লেখ করা ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন দাবিতেও আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গেল আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার দাবিটি সঠিক নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে অন্য কোথাও কোন নারী পুলিশ সদস্যের নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তা ছাড়া আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও আসল নয় বরং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল দাবিতে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া ওই ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে থাকা মানুষ ও অঙ্গভঙ্গির মধ্যেও অস্বাভাবিকতা লক্ষ করা যায়।

রিউমর স্ক্যানার জানায়, ছবিটি এআই কনটেন্ট যাচাইকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন দিয়ে যাচাই করলে তাতে আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়। একইভাবে ছবিটি এআই কনটেন্ট যাচাইকারী আরেক প্ল্যাটফর্ম ‘এআই অর নট‘ দিয়ে যাচাই করলে তাতেও আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রকাশিত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকায় এনায়েতপুর থানার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীতে কোনো নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেল আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে এক গর্ভবতী নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে, এমন দাবি আগেও ছড়িয়েছে। সে সময় এ বিষয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং গেল আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় এক গর্ভবতী নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং প্রচারিত ছবিটি সেই নারীর শীর্ষক দাবিগুলো মিথ্যা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence