গজ কাপড় শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির আন্দোলন, অবরুদ্ধ ঢাকা–সিলেট মহাসড়ক

অবরুদ্ধ মহাসড়ক
অবরুদ্ধ মহাসড়ক  © টিডিসি ফটো

গজ কাপড় তৈরি শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা থেকে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। নরসিংদী জেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া বাজার এলাকায় শত শত শ্রমিক রাস্তায় অবস্থান নেন, ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন থেকে বঞ্চিত। তারা প্রতি ঈদে ২,০০০ টাকা করে বোনাস ও প্রতি গজ কাপড়ে ৫০ পয়সা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তবে কারখানার মালিকপক্ষ এসব দাবি মানতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা আন্দোলনে নেমে মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।

যান

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে শ্রমিকদের সাফ জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান বজায় রাখবেন।

এ অবস্থায় মহাসড়কে শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিকাল ৩টার দিকে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রধান ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধানে তিন দিনের সময় চান। কিন্তু আন্দোলনরত শ্রমিকরা তাতে রাজি হননি এবং এক ঘণ্টার মধ্যেই দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা জানান, প্রতিশ্রুতির চেয়ে বাস্তব পদক্ষেপ দেখতে চান।

পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ