মুশফিকুল ফজল আনসারীর বাবা মারা গেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০২ PM
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে নিযুক্ত সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা এম এ মুছাব্বির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এরপর মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’
গত ৩ মে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করেন এম এ মুছাব্বির। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় দুদিন পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা তিন দিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।
তিনি বাল্যকালে এ অঞ্চলের ইসলামিক স্কলার ও পীরে কামেল বাবা ফজল আনসারীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে দীর্ঘ সময় ধরে কাজ করেন।
এম এ মুছাব্বিরের বড় ছেলে মুশফিকুল ফজল আনসারী দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ছোট ছেলে মাওলানা আবু সাঈদ আনসারী সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান সুদাইসির প্রিয় ছাত্রদের একজন। তিনি সৌদি আরব থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া এম এ মুছাব্বিররে আরও তিন মেয়ে রয়েছেন।