কলমাকান্দায় সিএসডির উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা অনুষ্ঠান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM

নেত্রকোনার কলমাকান্দায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর আয়োজনে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিএসডির চেয়ারম্যান মো. আনিসুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ উমর ফারুক এবং কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ আরও অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অত্র এলাকার বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রান্তিক কৃষক, শ্রমিক এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সুশৃঙ্খল পরিবেশে শতভাগ সফলতার সঙ্গে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সিএসডির সম্মানিত সংগঠক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।