জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছেন জামায়াতে ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সাংবাদিক অলিউল্লাহ নোমান।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে অলিউল্লাহ নোমান লিখেছেন, ‘বাংলাদেশের আইনাঙ্গনের একজন উজ্জল নক্ষত্র ব্যারিষ্টার আবদুর রাজ্জাক। যিনি বৃটেনে কোর্ট অব আপিলে প্র্যাকটিস করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে আছেন। আল্লাহ তাকে রহমতের ছায়ায় রাখুন।’
তিনি আরও লেখেন, ‘তিনি দুনিয়া থেকে বিদায় নিলে বাংলাদেশ একজন অতি মেধাবী মানুষ হারাবে। হাসপাতালে লাইভ সাপোর্টে স্যারকে দেখে মনটা খারাপ হয়ে গেছে। তিনি লন্ডনে আমার প্রতিবেশী। তার বাসা এবং আমার বাসা কাছাকাছি। আমরা একই মসজিদে নামাজ পড়ি। তিনি অভিভাবকের মত আমার খোঁজখবর রাখেন।’
এর আগে গত সোমবার (২১ এপ্রিল) ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রাজ্জাক। গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন আবারও। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দেন।