ছয় দাবিতে আজ মহাসমাবেশ করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:১১ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১০:১১ AM

ছয় দফা দাবি আদায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। আজ রবিবার (২০ এপ্রিল) দেশব্যাপী এ কর্মসূচি পালন করবেন তারা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, রবিবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ করা হবে। মহাসমাবেশের লক্ষ্য ছয় দফা দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। মহাসমাবেশ চলাকালে যেকোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে শিক্ষার্থীদের।
মিছিল পরবর্তী ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষকে বলব, আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।
আরো পড়ুন: ‘পারভেজকে হত্যা ছিল পূর্বপরিকল্পিত ও ছাত্রদলকে নেতৃত্বশূন্য করা’
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। এ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই, সরকার তা দূর করুক।