‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে যা আছে

ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান  © সংগৃহীত

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কর্মসূচির মূল মঞ্চ থেকে এ আহ্বান জানানো হয়। কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়—ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব চুক্তি বাতিল এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে।

সকাল থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে নানা বয়স ও পেশার মানুষ ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এখনই বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার সময়।

সমাবেশে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন কবি, শিল্পী, লেখক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিরাও। দলমত নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence