‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল

রাজু ভাস্কর্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেয়া জনতা
রাজু ভাস্কর্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেয়া জনতা  © টিডিসি ফটো

ফিলিস্তিনের প্রতি সমর্থনে বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ। এবার গণহত্যা বন্ধে 'মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।

আজ শনিবার (১২ এপ্রিল) বেলা তিনটা থেকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও এর সংলগ্ন বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন লোকজন।

সরেজমিন দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির গেট, টিএসসি-সংলগ্ন গেট, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-সংলগ্ন গেট দিয়ে কিছুক্ষণ পরপরই মিছিলসহ দলে দলে সমাবেশস্থলে আসছেন লোকজন। এ সময় আগত ব্যক্তিদের হাতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে সকাল থেকেই টিএসসি ও সোহরাওয়ার্দী এলাকায় ছাত্র-জনতার ঢলে যানজট সৃষ্টি হতে পারে এ শঙ্কায় ট্রাফিক কন্ট্রোলও করতে দেখা গেছে। সাধারণ জনতাকে দায়িত্ব নিয়ে ট্রাফিক কন্ট্রোলসহ নিরাপত্তার বিষয়েও তৎপর থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, আজ বেলা তিনটা থেকে মাগরিবের আগপর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। এরই মধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।


সর্বশেষ সংবাদ