রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদলে বরাদ্দ জনপ্রতি ১২ ডলার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM

রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসে জনপ্রতি মাসিক ১২ ডলার বরাদ্দ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে, জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল, ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।
তিনি বলেন, এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফাইড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হত যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না।
মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর— এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা তার।
ডব্লিউএফপি এর আগে তহবিল সংকটের উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক খাবারের বরাদ্দ সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে জনপ্রতি ৬ ডলারে নামানোর কথা জানিয়েছিল।
গত ৫ মার্চ আরআরআরসি খাদ্য সহায়তা কমানো সংক্রান্ত ডব্লিউএফপির চিঠি পেয়েছিল।