দুই শ্রমিক নেতাকে মারধর, বগুড়ার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল
বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল  © সংগৃহীত

দুই পরিবহন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বগুড়া থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার (১৯ মার্চ) সকাল থেকে টার্মিনাল ছেড়ে কোনো বাস যায়নি।

এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। আগাম ঘোষণা না থাকায় টার্মিনালে গিয়ে ফেরত যান কেউ কেউ। অনেকে আবার ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। এতে বাড়তি সময়ের পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মোটর শ্রমিকরা স্টেশন রোড এলাকায় নারিকেলের আড়তে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

শ্রমিকরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করেন তারা।

আরও পড়ুন: প্রশাসনের আশ্বাসে হলে ফিরলেন বাকৃবির শিক্ষার্থীরা

এ ঘটনার জেরে আজ সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। আকস্মিকভাবে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারছেন না। 

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। যার কারণে বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।


সর্বশেষ সংবাদ