রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

ট্রাক ড্রাইভার মো. টিটন ইসলাম
ট্রাক ড্রাইভার মো. টিটন ইসলাম  © সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট। 

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিবি। জানা গেছে, আটককৃত ট্রাক ড্রাইভারের নাম মো. টিটন ইসলাম। 

এর আগে সকাল ছয়টার দিকে রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক।

এসময় এর প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেন। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


সর্বশেষ সংবাদ