ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মু
দ্রৌপদী মুর্মু  © সংগৃহীত

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম আদিবাসী হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু এ নির্বাচনে ২ হাজার ১৬১টি ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ১ হাজার ৫৮টি ভোট। মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লাখ ৬১ হাজার ৬২।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, বিরোধী দলের ১৭ জন সাংসদ ক্রশ ভোট করেছেন। দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। ১৬তম রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী হচ্ছেন দেশটির ১৫তম রাষ্ট্রপতি। কারণ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ এবং ১৯৫৭) নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এর আগে, গত সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয় ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে ভোট পড়েছিল ৯৮ দশমিক ৯ শতাংশ।

এদিকে, মুর্মুর জয়ের ঘোষণা আসার পরই রাজপথে অবস্থিত দলীয় সদর দপ্তর থেকে শোভাযাত্রা বের করেছে বিজেপির দিল্লি শাখা। এছাড়া ওডিশায় দ্রৌপদী মুর্মুর নিজের শহর রায় রংপুরেও মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপ চলছে। এ ছাড়া আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী নৃত্য ও বিজয় উদযাপন অনুষ্ঠান চলছে।


সর্বশেষ সংবাদ