ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে এলো কনে

বিয়ের করতে আসছেন
বিয়ের করতে আসছেন   © সংগৃহীত

ট্রাক্টরের ড্রাইভিং সিটে বসা বিয়ের কনে, চোখে কালো সানগ্লাস, পাশেই কনের দু'ভাই। সম্প্রতি এমন একটি ছবি ও এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এমনভাবে বিয়ের আসরে প্রবেশ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ওই তরুণী। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সেই ভিডিওতে দেখা যায়, কনে ভারতি তাগড়ে ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন। দুপাশে তার দুই ভাই তাকে সঙ্গ দিচ্ছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ মে) রাতে মধ্য প্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়েছে। এ সময় ভারতি ট্রাক্টর চালিয়ে প্রবেশ করেন। এতে উপস্থিত সবাই রীতিমতো চমকে গেছেন।

ভারতীয় এই তরুণীর বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, পালকি কিংবা গাড়িতে চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরোনো হয়ে গেছে। তাই ভিন্ন কিছু করতে চেয়েছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!