পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি: বাইডেন

যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন জো বাইডেন  © বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, স্বৈরশাসকদের যখন আগ্রাসনের কোনো মূল্য দিতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে যে, পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে।

বাইডেন বলেছেন, পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেছেন বাইডেন। এ সময় রাশিয়ার হামলার কড়া প্রতিবাদ জানান তিনি।

এদিকে সবশেষ যুদ্ধে ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে রাশিয়ার সেনারা। এ সময় তুমুল যুদ্ধে শহরের অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। শহরটিতে অন্তত আড়াই লাখ মানুষ বসবাস করে।

এদিকে রাশিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর খাদ্য ও ‍ওষুধ সহায়তার জন্য আবেদন জানিয়েছেন শহরের মেয়র। এ ছাড়া আহতদের উদ্ধারের আকুতি জানিয়েছেন তিনি।

এর আগে কিয়েভ টিভি টাওয়ারে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ