পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি: বাইডেন

জো বাইডেন
যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, স্বৈরশাসকদের যখন আগ্রাসনের কোনো মূল্য দিতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে যে, পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে।

বাইডেন বলেছেন, পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেছেন বাইডেন। এ সময় রাশিয়ার হামলার কড়া প্রতিবাদ জানান তিনি।

এদিকে সবশেষ যুদ্ধে ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে রাশিয়ার সেনারা। এ সময় তুমুল যুদ্ধে শহরের অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। শহরটিতে অন্তত আড়াই লাখ মানুষ বসবাস করে।

এদিকে রাশিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর খাদ্য ও ‍ওষুধ সহায়তার জন্য আবেদন জানিয়েছেন শহরের মেয়র। এ ছাড়া আহতদের উদ্ধারের আকুতি জানিয়েছেন তিনি।

এর আগে কিয়েভ টিভি টাওয়ারে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।