দিল্লী-লন্ডন বাস সার্ভিস চালু, সময় লাগবে ৭০ দিন

দিল্লি থেকে লন্ডনের বাস
দিল্লি থেকে লন্ডনের বাস   © সংগৃহীত

বিমানে নয়, বাসে চেপে লন্ডনে ঘুরতে যেতে ইচ্ছুক? ভ্রমণকারীদের সেই ইচ্ছা পূরণে এ বার এগিয়ে এলো হরিয়ানার একটি সংস্থা। চলতি বছরের সেপ্টেম্বরে দিল্লি থেকে এই বাস চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

৪৬ বছর পর ফের এই সার্ভিস চালু হতে যাচ্ছে। ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস চালু করেছিল। কিন্তু কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়ে। তখন থেকেই সেই সার্ভিস বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস সার্ভিস চালু করে। ১৯৭৬ পর্যন্ত সেই সার্ভিস ভালোভাবে চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক সমস্যা এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপড়েনের জেরে সেইটা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: দেশ সুস্থ আছে বিধায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফের হরিয়ানার একটি সংস্থা এই বাস সার্ভিস চালু করছে। তবে যে পথে ওই বাস চালু হয়েছিল, এবার তার পরিবর্তে অন্য পথে চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, দিল্লি থেকে কলকাতা হয়ে মায়ানমার যাবে বাস। তার পর তাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে।

আরও পড়ুন: প্রেমিকার অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে, শেকৃবি ছাত্রের ৫ বছর জেল

অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসে ২০টি আসন থাকবে। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, যাত্রীদের ভিসা-সহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে সংস্থাটি। ৭০ দিনে ২০ হাজার কিলোমিটার সফর করে লন্ডনে পৌঁছবে এই বাস। ভ্রমণ খরচ পড়বে ১৫ লক্ষ টাকা।

আন্দবাজার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence