লন্ডনে বাংলাদেশি হাফেজ হত্যায় গ্রেপ্তার দুই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১২:৩৮ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২১, ১২:৪৭ AM
লন্ডনের টাওয়ার হ্যামলেটে বাংলাদেশি বংশোদ্ভূত কুরআনের হাফেজ মোহাম্মদ আকিল মাহদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার ১৮ বছর বয়সী আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত দুজনই এখন পুলিশ হেফাজতে
গত শনিবার খুন হওয়ার একদিন পর রবিবার তার লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তার বয়স ২২ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছে, আকিল সম্প্রতি মিশর থেকে কোরআনে হিফজ শেষ করে সম্প্রতি লণ্ডন ফিরে আসেন। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
নিহত আকিল মাহদিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের তদন্ত করতে মেট পুলিশের স্পেশাল ক্রাইম কমান্ডের নরহত্যা ডিটেকটিভ ব্রাঞ্চকে দায়িত্ব দেয়া হয়। তদন্তের সূত্র ধরেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হল।
মেট পুলিশের ডিটেকটিভ চিফ কর্মকর্তা লরেন্স স্মিথ বলেন, আমাদের তদন্ত ব্যাপকভাবে চলছে। আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। এ ঘটনায় নিহতের পরিবার যেন সুষ্ঠু বিচার পায় সেই চেষ্টা অব্যাহত থাকবে।