পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই: তালেবান শিক্ষামন্ত্রী

শেখ মৌলভি নুরুল্লাহ মনির
শেখ মৌলভি নুরুল্লাহ মনির  © সংগৃহীত

নতুন সরকার গঠনের শুরুতেই উচ্চশিক্ষার যৌক্তিকতা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তালেবান শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মনির। এক ভিডিওতে এই তালেবান নেতাকে বলতে শোনা যায়, ’আজকের দিনে উচ্চ শিক্ষার কোনো মূল্য নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি আরো বলেন, আজকের দিনে পিএইডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনও মূল্য নেই। দেখুন আজকে ক্ষমতায় থাকা মোল্লা এবং তালেবানের কারোরই পিএইচডি, এমএ, এমনকি হাই স্কুল ডিগ্রিও নেই। কিন্তু তারাই সবার চেয়ে বড়।

তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই লোক কেন শিক্ষা নিয়ে কথা বলছে? আরেকজন লিখেছেন, উচ্চ শিক্ষা তদারককারী মন্ত্রী বলছেন উচ্চশিক্ষার কোনও মূল্য নেই!

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার আফগানিস্তানে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। দলটি কট্টরপন্থা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়ে বৈশ্বিক স্বীকৃতি চাইছে। তবে তাদের এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence