তাইওয়ানে বাড়ল বিধিনিষেধ, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

তাইওয়ানে বাড়ল বিধিনিষেধ
তাইওয়ানে বাড়ল বিধিনিষেধ  © সংগৃহীত

চলমান করোনা মহামারতে করোনা সংক্রমণ রোধ করতে আরও একদফা বিধিনিষেধ বৃদ্ধি করল তাইওয়ান। ২ সপ্তাহ বিধিনিষেধ বাড়িয়ে আগামী ২৮ জুন পর্যন্ত কার্যকর করা হয়েছে। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে আজ সোমবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

কয়েক মাস ধরে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকার পর তাইওয়ানে সম্প্রতি সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিধিনিষেধের আওতায় সমাবেশ নিষিদ্ধ ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দেয়া হয়েছে।

তাইওয়ানের প্রিমিয়ার সু সেন-চ্যাংয়ের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং পরবর্তী সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে মহামারি পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

সরকারের বিধিনিষেধ বাড়ানোর এই সিদ্ধান্তকে দেশটিতে ব্যাপকভাবে সমর্থন জানানো হয়েছে।

গতকাল রোববার তাইওয়ানে ৩৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫১১ জন।

মহামারি শুরু হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে ১১ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ২৬০ জনের।

সূত্র: রয়টার্স


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence