দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

  © সংগৃহীত

বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) জাতিসংঘের রেডিও মিরায়া’র বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে জাতিসংঘের মিশন দ্বারা পরিচালিত রেডিও মিরায়ার তথ্য অনুসারে বিমানটি উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি তেলক্ষেত্র থেকে উড়ে যাওয়ার সময় সেটি বিধ্বস্ত হয়। তবে এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্যে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ হতাহত হন। 
 


সর্বশেষ সংবাদ