মেক্সিকো সীমান্তে ‘জরুরি অবস্থা’ জারি ট্রাম্পের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১১:২০ AM

যুক্তরাষ্টের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে ‘জরুরি অবস্থা’ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা পাঠাবেন বলেও ঘোষণা দিয়েছেন।
গতকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির নির্বাহী স্বাক্ষর করেন ট্রাম্প। এরপর তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ আদেশ। বৈধ অভিবাসন নিয়ে আমার কোনো কথা নেই। এটি আমি পছন্দ করি। আমাদের লোক দরকার এবং আমি বৈধ অভিবাসনের পক্ষে। কিন্তু অবৈধ অনুপ্রবেশ চলতে পারে না।’
ক্ষমতা গ্রহণের আগেও ট্রাম্প বলেছিলেন, ‘মেক্সিকো সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কারণ সীমান্ত দিয়ে লাখ লাখ অপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তারা যেখান থেকে এসেছে, সেখানে তাদের অবিলম্বে ফেরত পাঠানো হবে।’
ট্রাম্প আরও বলেছিলেন, রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে পেলেন ট্রাম্প
আরেকটি আদেশ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সংজ্ঞা-সম্পর্কিত। নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি বিশাল সিদ্ধান্ত’।
এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।