চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি


ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা  © সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চূড়ান্ত আলোচনা চলছে। এ বিষয়ে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, শর্তাবলি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, ইসরায়েল ও ফিলিস্তিন এখন একটি চুক্তির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে।

বিবিসি জানায়, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। আলোচনার বর্তমান অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তারা আশা করছে, এই দফার আলোচনায় ‘পরিষ্কার ও বিস্তারিত একটি চুক্তিতে’ উপনীত হবে।  

এই খবরটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘চলতি সপ্তাহে’ যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এমনকি মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আলাপ করার কথা রয়েছে জো বাইডেনের।

ফিলিস্তিনি এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে গত আট ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। কয়েক ঘণ্টা, দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রবিবার (১২ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া সোমবার (১৩ জানুয়ারি) তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও আলাপ করেছেন, যিনি গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। 


সর্বশেষ সংবাদ