প্রাথমিক বিদ্যালয়ে এআই শিক্ষা চালু করলো চীন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ PM
চীন তার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। উদীয়মান এই প্রযুক্তির ক্ষেত্রে ভবিষ্যৎ প্রতিভা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতের উদ্ভাবনী চাহিদা মেটাতে এআই শিক্ষার মান উন্নত করা জরুরি। এই নির্দেশনা অনুযায়ী, এআইকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে চীনের ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতক প্রোগ্রাম চালু করা হয়েছে। এর এক বছর আগে, ২০১৭ সালে, চীন বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষস্থান দখলের লক্ষ্যে একটি পরিকল্পনা উন্মোচন করেছিল। এই উদ্যোগ চীনকে এআই গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিক নেতৃত্বে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।