প্রেসিডেন্ট হিসেবে কত বেতন নেবেন ট্রাম্প?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:১১ PM
ক্ষমতা, প্রভাব ও আভিজাত্যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন হিসেবে বিবেচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। তবে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র থেকে কত বেতন পান তিনি? আমেরিকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্তা। ফলে তার বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ৪,০০,০০০ ডলার বেতন পান।
২০০১ সালে ট্রেজারি অ্যাপ্রোপিয়েশন বিলের একটি বিধান পাস করে এই বেতন নির্ধারণ করেছিল কংগ্রেস। ১৯৬৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের বার্ষিক বেতন ছিল ২,০০,০০০ ডলার। শুধু বেতন নয়, আমেরিকার প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান। এছাড়া বিনোদন ও ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থ ব্যয় করা হয়। ভ্রমণের জন্য ১,০০,০০০ ডলার, ব্যয়ের জন্য অতিরিক্ত ৫০,০০০ ডলার এবং বিনোদনের জন্য ১৯,০০ ডলার ভাতা পান মার্কিন প্রেসিডেন্ট।
দায়িত্ব ছেড়ে দেয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পেয়ে থাকেন। সাবেক প্রেসিডেন্টরা ১৯৫৮ সাল থেকে প্রতি বছর ২০০,০০০ ডলারেরও বেশি পেনশন পেয়ে আসছেন। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ থাকে না।
আমেরিকার একজন প্রেসিডেন্ট দায়িত্ব ছেড়ে দেয়ার পরে কোনো ডিজাইনারের কাছ থেকে পোশাক উপহার নিতে পারেন না। কোনো কারণে প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, শুধুমাত্র একবার পরার পরই সেই পোশাক জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়। অফিস ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্টরা বক্তৃতা, বই বিক্রি, মিডিয়ায় সাক্ষাৎকার এবং অন্যান্য লাভজনক উদ্যোগ থেকে অর্থ উপার্জন করতে পারেন ।
হোয়াইট হাউস সাজানোর জন্য ১ লাখ ডলার পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে কোনো কোনো প্রেসিডেন্ট এই অর্থ গ্রহণ করেন না অথবা কম গ্রহণ করেন। এছাড়া প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি থাকে। লিমুজ়িন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থকে। নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ বলেই গণ্য হয়।
প্রসঙ্গত, নতুন ইতিহাস সৃষ্টি করে ডোনাল্ড প্রাম্প এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত। সূত্র: জি নিউজ