বাংলাদেশ–পাকিস্তানের গবেষকদের দ্বিপাক্ষিক সম্পর্কের মানোন্নয়নে ভার্চুয়াল সেমিনার

সংস্কৃতির প্রভাব বিষয়ক আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনার
সংস্কৃতির প্রভাব বিষয়ক আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনার  © সংগৃহীত

মালয়েশিয়া ভিত্তিক শিক্ষা ও গবেষণা ভিত্তিক সংগঠন আরুস একাডেমির আয়োজনে বাংলাদেশ-পাকিস্তানের গবেষকদের সম্পর্কের মানোন্নয়নে দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিভি বিজ্ঞাপনে আচরণে সংস্কৃতির প্রভাব বিষয়ক আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনলাইন প্ল্যাটফর্মে  এই সেমিনারের আয়োজন করা হয়।  সেমিনারের সঞ্চালনা করেন আরুস একাডেমীর বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমারশীল। 

এতে দুই দেশের গবেষক ছাড়াও বিভিন্ন দেশের  গবেষক, শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তিত্ব, ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে বিজ্ঞাপনে সংস্কৃতির প্রভাব নিয়ে নানামুখী আলোচনা করেন। 

সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের  সভাপতি জুয়েল দাশ। 

সেমিনারের মূল বক্তা পাকিস্তানের সিন্ধু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মো. রমজান পাহোর বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিভি বিজ্ঞাপনে সংস্কৃতির প্রভাব গভীর। স্থানীয় রীতিনীতি, ঐতিহ্য এবং মূল্যবোধ বিজ্ঞাপনের বিষয়বস্তু ও উপস্থাপনায় প্রতিফলিত হয়, যা দর্শকদের কাছে আবেদন বাড়ায়। এসময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিভি বিজ্ঞাপনে সংস্কৃতির প্রভাব নিয়ে তিনি নিজের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। 

অরোর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজীব জাতোই বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার টিভি বিজ্ঞাপন সংস্কৃতির পরিচায়ক, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরে। এ ধরনের আন্তর্জাতিক সেমিনার গবেষকদের মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে আশা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে সিন্ধু ইউনিভার্সিটির প্রভাষক  হাসিমুদ্দিন মিরানী, অরোর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.শাবাব আলী শাহ ছাড়াও মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের অতিথিরা সেমিনারে অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ