ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেয়ার প্রতিশ্রুতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৪, ০১:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৪, ০১:৩১ PM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে জয়ী হতে পারলে কলেজ থেকে গ্র্যাজুয়েট করা বিদেশিদের গ্রিন কার্ড দেয়ার কথা জানিয়েছেন। যদিও ট্রাম্প সবসময় অভিবাসন নীতিতে কঠোর ভাষায় কথা বলেছেন। কিন্তু এবার তিনি সুর নমনীয় করলেন। খবর আল জাজিরা
বৃহস্পতিবার (২০ জুন) সিলিকন ভ্যালিতে এক পটকাস্টে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেধাবীদের যুক্তরাষ্ট্রে নেয়ার প্রক্রিয়া তিনি সহজ করবেন এবং যারা কলেজ থেকে গ্র্যাজুয়েট করবেন তারা থাকতে পারবেন।
ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক যখন আমরা হার্ভার্ড ও এমআইটিসহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের হারিয়ে ফেলি। তিনি বলেন, গ্রাজুয়েট শেষ করার পরে স্বাভাবিকভাবেই গ্রিন কার্ড পাওয়া উচিত ও এক্ষেত্রে জুনিয়র কলেজগুলোও অন্তর্ভুক্ত হবে।
ট্রাম্পের এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে প্রতি বছর কয়েক হাজার নতুন অভিবাসী নাগরিকত্বের জন্য আবেদন করবেন। যদিও এর আগে রিপাবলিকানের এই প্রার্থী অভিবাসী নীতি নিয়ে কঠোর অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য ‘বিষাক্ত রক্ত’ বলে মন্তব্য করা ট্রাম্প, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে অনথিভূক্ত অভিবাসীদের দেশ থেকে বের করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া অভিবাসীদের বিষয়ে নমনীয় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যাপক সমালোচনা করেন।
প্রসঙ্গত, গ্রিন কার্ড হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি। এর মাধ্যমেই মূলত নাগরিক হওয়ার পথ সুগম হয়।