এক লাখ ১৩ হাজার শিক্ষার্থীর পরীক্ষায় ষষ্ঠ, কত নম্বর পেয়েছেন ঋতম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৩২ AM , আপডেট: ১৪ জুন ২০২৪, ১০:৩৭ AM
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঋতম বন্দ্যোপাধ্যায়ের। সে পথে ভালোভাবেই এগোচ্ছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষায় মেধাতালিকায় ষষ্ঠ স্থানে নাম রয়েছে তার। এন্ট্রান্স উত্তীর্ণ হলেও আইআইটিতে পড়ার ইচ্ছা। এখন সে ফল প্রকাশের অপেক্ষাতেই রয়েছেন।
ঋতমের বাবা দেবকীনন্দন বন্দ্যোপাধ্যায় চিকিৎসক। মা পারমিতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর আইএসসি পরীক্ষায় ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। দু’বছর ধরে কঠোর পরিশ্রশের ফল পেয়েছেন ঋতম। কোনও বিষয়কে ভাল করে বুঝে পড়তেই পছন্দ করেন তিনি।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (ডব্লিউবিজেইই) চলতি বছরে এক লাখ ৪২ হাজার ৬৯২ জন নাম নথিভুক্ত করেন। পরীক্ষায় বসেছিলেন এক লাখ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯ হাজার ২৫ ছাত্র এবং ৩৪ হাজার ৪৬৭ ছাত্রী।
আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের অনুমতি দিল না সানি লিওনকে
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সংখ্যা এক লাখ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্য ছাত্রে ৭৮ হাজার ৬২১ এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন। খবর: আনন্দবাজার।