যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাবে ইরান

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে, দখলদার ইসরায়েলে আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ইরান। এরপরই ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের ওপর এই হামলা সরাসরি ইরান থেকে হতে পারে। অথবা মধ্যপ্রাচ্যজুড়ে ইরানপন্থি যেসব সশস্ত্র বাহিনী রয়েছে তারাও হামলা চালাতে পারে বলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরাইলি ও মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে, ইরান সম্ভাব্য হামলার ক্ষেত্রে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এবং আগামী কয়েক দিনের মধ্যে এই হামলা সংঘটিত হতে পারে।

অপর একটি সূত্র জানিয়েছে, ইসরাইলের পশ্চিমা মিত্ররা দেশটির সরকারকে জানিয়েছে— ইরান ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করলেও বেসামরিক স্থাপনায় হামলা চালাবে না বলেই মনে হয়। এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইসরাইলকে তথ্য দিয়ে সহায়তা করছে।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় দেশটির বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) দুই শীর্ষ জেনারেল নিহত হন। সেই ঘটনার পর ইরান ইসরাইলের ওপর প্রতিশোধ দেওয়ার প্রতিজ্ঞা করে। তারপর থেকেই অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

অপর একটি সূত্র জানিয়েছে, ইসরাইলের পশ্চিমা মিত্ররা দেশটির সরকারকে জানিয়েছে— ইরান ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করলেও বেসামরিক স্থাপনায় হামলা চালাবে না বলেই মনে হয়। এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইসরাইলকে তথ্য দিয়ে সহায়তা করছে।

গতকাল বুধবার পবিত্র ঈদুল ফিতরের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন কনস্যুলেটে হামলা চালিয়ে ইসরায়েল গুরুতর অপরাধ করেছে এবং এই অপরাধের জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

খামেনির হুমকির পর ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যদি ইরান থেকে সরাসরি ইসরায়েলে কোনো হামলা হয় তাহলে তারাও ইরানের মাটিতে হামলা চালাবে।


সর্বশেষ সংবাদ