গাজায় ফেলা হয়েছে ২ হাজার পাউন্ডের ৫ শতাধিক বোমা

  © সংগৃহীত

গাজায় নিরীহ মানুষের ওপর দুই হাজার পাউন্ড ওজনের অতিকায় বোমা দিয়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এমন প্রায় পাঁচ শতাধিক অতিকায় বোমা দিয়ে চলতি বছরের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। 

গাজায় বোমার আঘাতে হওয়া পাঁচ শতাধিক গর্ত দেখা গেছে ছবিতে, যেগুলোর পরিধি ৪০ ফুটের বেশি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান ‘সিনথেটাইক’ যৌথভাবে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এসব বোমা যেখানে আঘাত হানে তার আশপাশে এক হাজার ফুটের বেশি দূরত্বে থাকা লোকজনেরও প্রাণহানি নয়তো আহত হওয়ার ঘটে। দুই হাজার পাউন্ডের বেশি ওজনের বোমার আঘাতে এসব গর্ত তৈরি হয়েছে।

ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী যেসব বোমা ব্যবহার করেছিল, তার চেয়ে এই বোমা আরও ধ্বংসাত্মক বলে মত সামরিক বিশ্লেষকদের। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিদিন যে বহু প্রাণহানি হচ্ছে তার পেছনে ইসরায়েলের ছোড়া এই অতিকায় বোমা হামলার মিল খুঁজে পাচ্ছেন তাঁরা।

এদিকে আজ দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৯০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ৫৭ জন নিহত ও ৫৩ হাজার ৩২০ জন আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ