গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান সুফিয়ান তায়েহ সপরিবারে নিহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM

গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ও প্রখ্যাত ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ সপরিবারে নিহত হয়েছেন। গাজা শহরের ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে আল-ফালুজা শহরের একটি ভবন লক্ষ্য ইসরায়েলী বাহিনী বিমান হামলা করলে বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবারের সদস্যরা নিহত হন।
ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরার ফিলিস্তিন ব্যুরো অফিস ও রয়টার্স।
সূত্র জানায়, তায়েহ গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক ছিলেন।