উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় কবির কারাদণ্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় দক্ষিণ কোরিয়ায় এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দেশটির একটি আদালত এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি তার ২০১৬ সালে লেখা কবিতায় দুই কোরিয়ার একীকরণের পক্ষে কথা বলেছিলেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, লি ইউন-সিওপ(৬৮) ২০১৬ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি লেখায় দুই কোরিয়াকে একীকরণ করার পক্ষে কথা বলেছেন।
তিনি লিখেছেন, দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হলে মানুষ বিনা মূল্যে বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।
দক্ষিণ কোরিয়ায় জনসমক্ষে উত্তর কোরিয়ার প্রশংসা করা নিষিদ্ধ—এমন একটি আইনের অধীনে ইউন-সিওপকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
‘মিনস অফ ইউনিফিকেশন’ শিরোনামের ওই কবিতায় ইউন-সিওপ আরও যুক্তি দেন, অখণ্ড কোরিয়ায় আত্মহত্যার প্রবণতা এবং মানুষের ঋণের প্রয়োজনীয়তা কমবে। কবিতাটি ২০১৬ সালের নভেম্বরে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতার বিজয়ী হয়েছিল।
দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউন-সিওপ এ ধরনের উত্তর কোরিয়া প্রীতির জন্য অতীতে ১০ মাস জেলে ছিলেন। ২০১৩ সালে তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রশংসা করে অনলাইনে মন্তব্য পোস্ট করেছিলেন এবং পরবর্তী বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বিষয় পোস্ট করেছেন।
আজ সোমবার দক্ষিণ কোরিয়ার আদালতে ইউন-সিওপের বিরুদ্ধে রায়ে বলা হয়েছে—উত্তরকে মহিমান্বিত এবং প্রশংসা করে প্রচার চালাচ্ছেন তিনি।