ইসরাইলবিরোধী বিক্ষোভে রাস্তায় কিউবা প্রেসিডেন্ট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১২:২০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের নেতৃত্বে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে হয় এই প্রতিবাদ কর্মসূচি। এসময় গাজায় ‘গণহত্যা’ বন্ধের দাবি তোলেন হাজার হাজার কিউবান নাগরিক। ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে এতে অংশ নেন বিক্ষোভকারীরা। ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দেয়া হয়। দাবি উঠে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। খবর রয়টার্স ও টাইমস অব ইসরায়েলের
বিক্ষোভে অংশ নেওয়া একজন শারীরিক সংস্কৃতি বিশেষজ্ঞ ইয়ানকুয়েল কার্ডোসো বলেন, আমরা ফিলিস্তিনি জনগণকে সমর্থন করছি, সেই সমস্ত লোকদের সমর্থন করছি, যারা এ গণহত্যার কারণে পরিবারের সদস্য, প্রিয়জনকে হারানোর বেদনা অনুভব করছেন। আমরা যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বাধীন করার পক্ষে।
প্রেসিডেন্টের সঙ্গে বিক্ষোভে অংশ নেন কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো এবং পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। মিছিলকারীরা মার্কিন দূতাবাসের সামনে দিয়ে দুই কিলোমিটার হেঁটেছিল। সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে কিউবায় থাকা ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেয়।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের কট্টর সমর্থক কমিউনিস্টশাসিত দেশ কিউবা। ইসরাইলের সঙ্গে তাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। প্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ত্রোকেও এমন কাজের জন্য (বিক্ষোভ সমাবেশ) স্মরণ করা হয়।