কাশ্মীরে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

হাউসবোটে আগুন
হাউসবোটে আগুন  © সংগৃহীত

কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন।

এনডিটিভি আরও জানিয়েছে, শনিবার সকালে হাউসবোটে দুর্ঘটনা ঘটলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু হাউজবোট পুড়ে যায়। সব মিলিয়ে পাঁচটি হাউসবোট পুড়েছে। আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে, এখনও কোনো কারণ জানা যায়নি।

জম্মু কাশ্মীর পর্যটন দপ্তর জানিয়েছে শনিবার ভোরে ডাল লেকের পর্যটন কেন্দ্রে বিশাল এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ