ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি, বরিস

বরিস জনসন ও ঋষি সুনাক
বরিস জনসন ও ঋষি সুনাক   © সংগৃহীত

লিজ ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত সাবেক চ্যান্সেলর (অর্থমন্ত্রী) ঋষি সুনাক। নিজের দলের ১০০ সাংসদের সমর্থন পেয়ে গিয়েছেন ঋষি। এমনটাই দাবি তাঁর সমর্থকদের।

তবে বিবিসি সুনাকের ৯৩ জন সমর্থকের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। আর সুনাক নিজেও এখনো তাঁর প্রার্থীতার ঘোষণ দেননি।

ঋষি সুনাকের সমর্থনে রয়েছেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ, নিরাপত্তা মন্ত্রী টম টুগেনধাত এবং আরও এক সাবেক স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক।

তবে এর মধ্যেই জানা গেল ভিন্ন এক খবর। লিজ স্ট্রাসের স্থলাভিষিক্ত হতে বা ফের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বরিস জনসন সুনাককে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে।

আরও পড়ুন: প্রতিবছর ১ কোটি ৩০ লাখ টাকা পাবেন ৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ঋষি সুনাককে পরাজিত করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। ফলে ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকই এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ‘যৌক্তিক পছন্দ’ বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

তবে কনজারভেটিভ এমপিদের কাছে টানতে বরিস জনসন এবার ভিন্ন কৌশল নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনে। বরিসের দাবি, কেবলমাত্র তিনিই পারেন ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে দলকে পরাজয়ের মুখ থেকে বাঁচাতে।

আগামী সপ্তাহে কনজারভেটিভ পার্টির দলীয় নেতৃত্বের নির্বাচন। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence