নকল দিতে গিয়ে চিরকুট অন্যের গায়ে, প্রেমপত্র ভেবে কুপিয়ে হত্যা

ঘটনাস্থলে গ্রামবাসী ও পুলিশ
ঘটনাস্থলে গ্রামবাসী ও পুলিশ  © সংগৃহীত

নকলের চিরকুটকে প্রেমপত্র ভেবে ১২ বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে একদল কিশোর। গত সপ্তাহে ভারতের বিহার রাজ্যের ভুজপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

ভারতীয় পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বোনকে সহায়তা করতে পরীক্ষার হলে নকলের চিরকুট ছুড়ে মেরেছিল ভাই। কিন্তু নকলের সেই চিরকুট গিয়ে পড়ে আরেক ছাত্রীর কাছে। এতে ওই ছাত্রী মনে করে যে, চিরকুটটি প্রেমপত্র। পরে পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে সে বিষয়টি তার ভাইদের জানায়। এরপর ভাইয়েরা তাদের বন্ধুদের নিয়ে ১২ বছরের ওই শিশুকে হত্যা করে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) হিমাংশু বলেন, সোমবার এক গ্রামবাসী স্থানীয় একটি মন্দিরের কাছে একটি হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ লাশের সন্ধানে ক্যানাইন ইউনিট মোতায়েন করে।

আরও পড়ুন: ফেসবুকে মন্তব্য, পাতা ছিড়ে ও মাদকে বহিষ্কার শেকৃবির চার ছাত্র।

পরে পুলিশ মাহাতবানিয়া হল্ট স্টেশনের কাছে রেললাইনের পাশ থেকে শিশুটির লাশের টুকরা টুকরা অংশ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রথমে শিশুটির শিরশ্ছেদ করা হয়। এরপর তার হাত-পা বিচ্ছিন্ন করা হয়। 

পুলিশ আরও জানিয়েছে, ওই ছাত্রীর ভাই ও তার বন্ধুদের গ্রেফতার করেছে। তারা সবাই নাবালক হওয়ায় তাদের কিশোর হোমে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ