ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষে যাদের উপহার দিয়েছে

ঢাবির শতবর্ষ
ঢাবির শতবর্ষ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের পেছনে অন্ততপক্ষে ১০০টা গর্বের কারণ আছে। তার মধ্যে অন্যতম কিছু কারন উল্লেখ না করলেই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের দেশের সর্বস্তরের মানুষের সাথে মিশে আছে সে তো বলার অপেক্ষা রাখেনা। আর যদি বাংলাদেশ জন্মের  ইতিহাস লিখতে হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে তা কখনোই লেখা সম্ভব নয়। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ। সবটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত। এবার দেখা যাক, এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে এমন কয়েকজন জ্ঞানী-গুণী ও বিখ্যাত ব্যাক্তিদের নাম।

১০০ বছরে যাকে যাকে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়–

রাষ্ট্রপতি
১. শেখ মুজিবুর রহমান 
২. সৈয়দ নজরুল ইসলাম 
৩. মোহাম্মদ মোহাম্মদউল্লাহ
৪. খন্দকার মোশতাক আহমেদ 
৫. হুসেইন মুহম্মদ এরশাদ 
৬. আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী 
৭. শাহাবুদ্দিন আহমেদ 
৮. আবদুর রহমান বিশ্বাস 
৯. জমির উদ্দিন সরকার
১০. ইয়াজউদ্দিন আহমেদ 
১১. জিল্লুর রহমান

প্রধানমন্ত্রী (তত্বাবধায়ক সরকারসহ)
১. তাজউদ্দীন আহমদ 
২. শেখ মুজিবুর রহমান 
৩. মশিউর রহমান 
৪. আতাউর রহমান খান
৫. মওদূদ আহমেদ
৬. কাজী জাফর আহমেদ
৭. বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান 
৮. ফখরুদ্দীন আহমেদ
৯. শেখ হাসিনা

খ্যাতনামা সাহিত্যিক
১. হুমায়ুন আহমেদ 
২. আহমদ ছফা 
৩. হুমায়ুন আজাদ 
৪. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ 
৫. মুহম্মদ জাফর ইকবাল 
৬. মুনীর চৌধুরী 
৭. শহিদ জননী জাহানারা ইমাম 
৮. হেলাল হাফিজ
৯. আবদুল মান্নান সৈয়দ 
১০. আলাউদ্দিন আল আজাদ
১১. আবিদ আনোয়ার 
১২. আবু হেনা মোস্তফা কামাল 
১৩. আসাদ চৌধুরী 
১৪. জাহানারা আরজু
১৫. হাসান হাফিজুর রহমান 
১৬. শামসুর রহমান 
১৭. আবু হাসান শাহরিয়ার
১৮. আবুল হাসান
১৯. আহমদ শরীফ
২০. জহির রায়হান 

এছাড়াও বর্তমান সময়ের আলোচিত ইমতিয়াজ মাহমুদ, কিঙ্কর আহসান প্রমুখ।

বিজ্ঞানী
১. আবদুল্লাহ আল মুতি
২. মুহাম্মদ জাফর ইকবাল
৩. ড. ওয়াজেদ মিয়া
৪. মোহাম্মদ আতাউল করিম 
৫. আব্দুস সাত্তার খান
৬. মোকাররম হোসেন খন্দকার 
৭. হিরন্ময় সেন গুপ্ত 
৮. জেবা ইসলাম সিরাজ
৯. ফিরদৌসি কাদরী
১০. আব্দুল মতিন চৌধুরী 
১১. নুরুন নবী
১২. এ এম হারুর-অর-রশীদ
১৩. এম ইন্নস আলী
১৪. দ্বিজেন শর্মা

এছাড়াও বিশ্বখ্যাত বিজ্ঞানী সতেন্দ্রনাথ বসু ঢাবির পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। যার নামে বোসন কণার নামকরণ হয়।

ভাষা শহীদ
১. আবুল বরকত 
২. শফিউর রহমান।

জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী
১. আসাদুজ্জামান নূর (বাকের ভাই)
২. ইলিয়াস কাঞ্চন 
৩. টেলি সামাদ
৪. ফেরদৌস 
৫. বুলবুল আহমেদ
৬. সাবিনা ইয়াসমিন।

খ্যাতিমান চিত্রশিল্পী
১. হাসেম খান
২. শিশির ভট্টাচার্য 
৩. সমর মজুমদার 

নোবেলজয়ী 
১. ড. মুহম্মদ ইউনুস

এছাড়াও তরুণ প্রজন্মের ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও মোশাররফ হোসেন রুবেল, গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, তাহসান খান, সাংবাদিক খালেদ মহিউদ্দিন, শাইখ সিরাজ- সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। লিখতে থাকলে তালিকাটা আরো অনেক বড় হতেই থাকবে।

এতো গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্যকথন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমান প্রজন্মের প্রত্যাশা নিয়ে আলোচনায় আসা যাক। আমরা বর্তমান প্রজন্ম আগামী শতাব্দীর মধ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ১০ জন নোবেল বিজয়ীকে দেখতে চাই। ৫ জন হলেও যেন বিশ্বমানের গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে। অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটিসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিচরণ থাকে। সর্বোপরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক জ্ঞানচর্চার সুস্থ অভয়ারণ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির দিনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই। তবে মনে রাখতে হবে- যেখানেই ঢাবিয়ান, সেখানেই ঢাবি। পুরো বাংলাদেশটাই ঢাবি! পুরো পৃথিবীতেই ছড়িয়ে আছেন গর্বিত ও মেধাবী ঢাবিয়ানরা।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ