চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে ধোঁয়াশায় নিবন্ধনধারীরা
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৬ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১ AM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আগামী এপ্রিল মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যদিও এখনো এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসহ আনুসাঙ্গিক কোনো কাজই শুরু করেনি সংস্থাটি। এই অবস্থায় এপ্রিলে গণবিজ্ঞপ্তি পাওয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন নিবন্ধিত প্রার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান শেষ হবে। এরপর মহিলা কোটার কিছু প্রার্থী নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে কাজ শুরু করবে এনটিআরসিএ। আর ২৭ ফেব্রুয়ারির পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের কাজ শুরু হবে। দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর মার্চের শেষ নাগাদ ইরিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা জানিয়েছে এনটিআরসিএ।
নিবন্ধনধারীরা বলছেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এনটিআরসিএ যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটি বাস্তবায়ন করা কঠিন। কেননা এনটিআরসিএর নিজস্ব কোনো সিস্টেম এনালিস্ট নেই। এছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি এনটিআরসিএ। ফলে এপ্রিলে গণবিজ্ঞপ্তি পাওয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন তারা।
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মো. হামজা নামে এক চাকরি প্রত্যাশী জানান, আমাদের এক সার্টিফিকেট দিতেই এনটিআরসিএ ৩ বছরের বেশি সময় নিয়েছে। এই অবস্থায় দুই মাসের মধ্যে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি দেবে এটি বিশ্বাসযোগ্য নয়। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে এনটিআরসিএর কথা বিশ্বাস হবে না।
আলী নামে আরেক প্রার্থী জানান, গতকাল আমাদের সহযোদ্ধাদের আন্দোলনের প্রেক্ষিতে এনটিআরসিএ মিথ্যে আশ্বাস দিতে পারে। এর আগেও তারা অনেক বিষয়ে কথা দিয়েছিল। তবে কোনো কাজই ঠিক সময়ে শেষ করতে পারেনি এনটিআরসিএ। আন্দোলনের মাথায় এমন আশ্বাসের বুলি শুনিয়েছেন বলেই অমার মনে হয়।
আরও পড়ুন: তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপে সুযোগ ২৭ ফেব্রুয়ারির পর
এদিকে এনটিআরসিএ বলছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হলে তারা শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু করবেন। শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে। এরপর নির্ধারিত সময়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন তারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মার্চের শেষ দিকে ইরিকুইজিশনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করবো। এরপর এপ্রিলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখনো মন্ত্রণালয়ের সাথে আলোচনার সময় হয়নি। শূন্য পদের তথ্য সংগ্রহ করার পর তাদের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু মঙ্গলবার
এদিকে মুজিব শতবর্ষে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। এই দাবিতে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব ও এনটিআরসিএ কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। অনশনের এক পর্যায়ে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খানের সাথে সাক্ষাৎ করেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। পরে চেয়ারম্যানের আশ্বাসে অনশন কর্মসূচি স্থগিত করেন নিবন্ধনধারীরা।
এ প্রসঙ্গে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সভাপতি মো. শাকিল আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করেছি। তিনি এপ্রিলের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে আমাদের কথা দিয়েছেন। এপ্রিলের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে আমরা আবারও কঠোর আন্দোলনের ডাক দেব।